300X70
Wednesday , 23 August 2023 | [bangla_date]
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মিয়ানমারের চলমান পরিস্থিতি ও শান্তি প্রতিষ্ঠায় আসিয়ানের উদ্যোগ

ব্রিঃ জেঃ (অবঃ) হাসান মোঃ শামসুদ্দীন : মিয়ানমারে চলমান সংঘাত বন্ধ করে শান্তি ফেরাতে আঞ্চলিক জোট আসিয়ান তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মিয়ানমারকে নিয়ে আসিয়ানে যে বিভক্তি দেখা দিয়েছিল তা দূর করে ঐক্যমত প্রতিষ্ঠা করতে আসিয়ান সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আসিয়ান মিয়ানমার সংকট রাজনৈতিকভাবে সমাধানের পক্ষে তাদের মত ব্যক্ত করেছে। ১২ জুলাই আসিয়ানের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি জানায় যে, রাজনৈতিক সমাধানই মিয়ানমারে টেকসই শান্তি নিয়ে আসতে পারে।

তবে সংকট কাটিয়ে মিয়ানমারে শান্তি ফেরাতে আসিয়ানের পক্ষ থেকে দেয়া পাঁচ দফা শান্তি প্রস্তাব মেনে জান্তা প্রধান মিন অং হ্লাইং বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী না হওয়ায় তা এখনও বাস্তবায়ন সম্ভব হয়নি।মিয়ানমারে অব্যাহত সহিংসতা কমাতে সব সদস্য দেশকে দৃঢ়তার সাথে নিন্দা জানানোর আহ্বান জানানো হয়। আসিয়ান চায় মিয়ানমারের বিবাদমান পক্ষের মধ্যে পুনরায় আলোচনা শুরু হোক, যাতে করে একটি রাজনৈতিক সমঝোতায় আসা যায়।

মিয়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং-এর নেতৃত্বাধীন জান্তার সঙ্গে সম্পর্ক স্থাপন বন্ধের জন্য থাইল্যান্ড সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল আসিয়ান দেশগুলোর সংসদ সদস্যরা। তাদের যুক্তি ছিল যে, কোনও আসিয়ান সদস্য রাষ্ট্রের মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত নয় কারণ বাহিনীটি মিয়ানমারকে অস্থিতিশীলতার কেন্দ্রে পরিণত করেছে – যা পুরো অঞ্চলকে হুমকির মুখে ফেলেছে।

এরপরও মিয়ানমারের প্রতিবেশী ও আসিয়ানের সদস্য দেশ থাইল্যান্ড দেশটির চলমান সঙ্কট নিয়ে আলোচনার জন্য ২০২২ সালের ডিসেম্বরে মিয়ানমারের সাথে একটি বৈঠকের আয়োজন করেছিল। ঐ বৈঠকে মিয়ানমার জান্তা, লাওস ও কম্বোডিয়া’র পররাষ্ট্রমন্ত্রী এবং ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিল। মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর এতে অংশ নেয়নি।

মিয়ানমার সংকট সমাধানের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আসিয়ানে বিভক্তি দেখা দেয়াতে জোটের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া যায়নি। রয়্যাল থাই সশস্ত্র বাহিনীর প্রধান, জেনারেল চ্যালারম্ফন শ্রীসাওয়াসদি এবং মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং, দুই সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা, বোঝাপড়া এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার লক্ষ্যে ২০ জানুয়ারি বৈঠক করে।

থাইল্যান্ডের সাথে মিয়ানমারের দুই হাজার ৪০০ কিলোমিটারেরও বেশি সীমান্ত রয়েছে। মিয়ানমারের চলমান সহিংসতায় লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়ে থাই মিয়ানমার সীমান্তে আশ্রয় নেয় তবে যেখানে তাদের আইনি সুরক্ষার অভাবে তাঁরা সবসময় নির্বাসনের ভয়ে থাকে।

শ্রম, মাদক এবং অস্ত্রের জন্য মানব পাচার সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার প্রয়োজন। তাছাড়া মিয়ানমারে থাইল্যান্ডের ১৫৪ টি প্রকল্পে মোট ১১ বিলিয়ন ডলারেরও বেশি কর্পোরেট বিনিয়োগ রয়েছে যা মিয়ানমারের সমস্ত বিদেশী বিনিয়োগের ১২.৫% ​​এবং বিনিয়োগের দিক থেকে থাইল্যান্ড তৃতীয় স্থানে রয়েছে।

জান্তার পররাষ্ট্রমন্ত্রী থান সোয়ে জানায় যে, মিয়ানমারের সামরিক বাহিনী আসিয়ানের ঐকমত্যের পাঁচটি পয়েন্টের মধ্যে তিনটিতে তার প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করছে। তাঁরা দেশে সহিংসতা বন্ধ করা, সব পক্ষের মধ্যে সংলাপ শুরু করা এবং মিয়ানমারের জনগণকে মানবিক সহায়তা প্রদান করার বিষয়ে কাজ করছে বলে জানিয়েছে।

মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার জন্য আসিয়ান বা নন-আসিয়ান ফ্রেমওয়ার্কের ভিত্তিতে, দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক বা বহুপাক্ষিক যে কোন কৌশলকে স্বাগত জানায় আঞ্চলিক জোট আসিয়ান। ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এন ইউ জি) এবং জাতিগত সশস্ত্র সংগঠনের(ই এ ও) সাথে মিয়ানমারের অন্যান্য বিরোধী জোটকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেখাতে হবে যে তাদের জাতিকে নেতৃত্ব ও রক্ষা করার শক্তি ও সামর্থ্য রয়েছে।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকেই ব্যাপক নাগরিক বিক্ষোভের পাশাপাশি জাতিগত বিদ্রোহী গোষ্ঠী ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সশস্ত্র প্রতিরোধে সূত্রপাত হয়। জান্তা সরকার নৃশংস প্রতিক্রিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে, কয়েক হাজার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।

১৫ জুলাই প্রকাশিত জাতিসংঘের মানবিক বিষয়ক দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে যে, এখন পর্যন্ত মিয়ানমারের ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এর মধ্যে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর ১৬ লাখ মানুষ এই দুর্ভোগের শিকার, ১০ লাখেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। মিয়ানমার জান্তার নির্মম নির্যাতনে দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকে এই হিসাবের বাইরে রাখা হয়েছে।

ক্ষমতা গ্রহনের পর থেকে সামরিক জান্তা ৩ হাজার ৮০০ বেসামরিক মানুষকে হত্যা ও প্রায় ২০ হাজার মানুষকে কারারুদ্ধ করেছে। সামরিক বাহিনীর সদস্যরা প্রায় ৭০ হাজার অবকাঠামো ধ্বংস করেছে। এই সশস্ত্র সংঘাতের ফলে দেশের লাখ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতা, বাস্তুচ্যুতি ও অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে বিচ্ছিন্নতা ও নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে এর ফলে বিদেশি বিনিয়োগ ও বাণিজ্য কমে যাওয়ায় অর্থনীতি ক্ষতির সম্মুখীন হচ্ছে। মিয়ানমারের মানুষ এই অবস্থা থেকে মুক্তি পেতে প্রতিরোধ গড়ে তুলেছে।

মিয়ানমারে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের প্রমাণ সংগ্রহ করতে জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিল ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশান মেকানিজম ফর মিয়ানমার(আইআইএমএম) নামে স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল। তাদের প্রতিবেদনে পুরো গ্রাম পুড়িয়ে ফেলা, বেসামরিক বাড়িঘরের ওপর ইচ্ছাকৃতভাবে বোমা হামলা এবং বেসামরিক ও আটক যোদ্ধাদের গণহত্যা চালানো হচ্ছে বলে তথ্য প্রকাশিত হয়েছে।

দেশের বৈধ সরকার হিসেবে ইউরোপীয় পার্লামেন্টের স্বীকৃতিপ্রাপ্ত এন ইউ জি এখনো মিয়ানমারের ভেতরে ও বাইরে গণতন্ত্রের জন্য তাদের সংগ্রাম চলমান রেখেছে। প্রথমবারের মতো মিয়ানমারের মানুষ জাতিগত ও ধর্মীয় পরিচয়কে উপেক্ষা করে সামরিক শাসনের অবসান চাচ্ছে। ইইউ এবং যুক্তরাষ্ট্র মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করার পরও মিয়ানমারের অস্ত্রের জোগান বন্ধ করা যায়নি। ক্ষমতা দখল করার পর জান্তা সরকার এক বিলিয়ন ডলারের অস্ত্র ও সরঞ্জাম কিনেছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মিয়ানমারের জনগণের এই দুর্দশা থেকে অনেক দেশ এবং দক্ষিণ–পূর্ব এশিয়ার বিভিন্ন নেটওয়ার্ক ও প্রতিষ্ঠান অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করে লাভবান হচ্ছে। মিয়ানমারের জান্তা সরকার এ বছরের আগস্টে সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি থেকে সরে এসে নির্বাচন কার্যক্রম স্থগিত করে চলমান জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে। জান্তা প্রধান মিন অং হ্লাইং ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি বৈঠকে জানিয়েছেন যে, অভ্যুত্থানবিরোধী প্রতিরোধ শক্তির দ্বারা চলমান হামলার পরিপ্রেক্ষিতে মিয়ানমারে সন্ত্রাসবাদের ঘটনা হ্রাস পেয়েছে।

তবে দেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত চারবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর মাধ্যমে এটাই স্পষ্ট যে দেশটির জনগণ এবং অধিকাংশ এলাকার ওপর সামরিক বাহিনীর যথেষ্ট নিয়ন্ত্রণ নেই।

মিয়ানমারের নির্বাচন কমিশন এনএলডিকে নির্বাচন কমিশনে নিবন্ধন না করায় রাজনৈতিক দলের তালিকা থেকে বাদ দিয়ে দেয়, এর ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না। জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ফলে মিয়ানমার সহিংসতা ও অস্থিতিশীলতায় নিমজ্জিত হবে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।

২০২১ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চিকে বন্দী করা হয়। তার বিরুদ্ধে আ্নীত ১৯ অপরাধের বিচার শেষে সু চিকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে পাঁচটি ফৌজদারি মামলায় ক্ষমা ঘোষণা করে ছয় বছরের কারাদণ্ডের মেয়াদ কমানো হয়।

২৮ জুলাই সু চিকে কারাগার থেকে মুক্তি দিয়ে সরকারি ভবনে নিয়ে যাওয়া হয়। সু চির শাসনামলে ২০১৭ সালে, মিয়ানমার সামরিক বাহিনী রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর দমন-পীড়নের ফলে প্রায় ১১ লাখ রোহিঙ্গা পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। রোহিঙ্গা সংকট মোকাবিলায় ব্যর্থতা এবং রাখাইন রাজ্যে সশস্ত্র বাহিনীর জাতিগত নির্মূল অভিযানের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্কিত ও সমালোচিত হলেও গণতান্ত্রিক মিয়ানমার প্রতিষ্ঠায় তার প্রচেষ্টার বিষয়ে সবাই ঐকমত্য পোষণ করে।

২৭ মে ও ৪ জুন সু চি এবং উচ্চপর্যায়ের সামরিক নেতৃত্বের সাথে দেশের সশস্ত্র সংঘাত, জনসাধারণের নিরাপত্তা ও শান্তি স্থাপনের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বর্তমান জান্তা সরকার সু চির এই প্রভাবকে কাজে লাগিয়ে সশস্ত্র সংগ্রাম বন্ধ করতে চায়।

মিয়ানমারের অর্থনীতিতে আসিয়ান দেশগুলোর অবদানের কথা অস্বীকার করার উপায় নাই। তাই মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আসিয়ানকে তাদের কার্যক্রম চালিয়ে যেতে হবে। মিয়ানমারের বিরোধী দলগুলোকে সংঘবদ্ধ হয়ে দেশ পরিচালনায় সক্ষমতা অর্জন করতে হবে। স্থানীয় সরকার কাঠামো, সুশাসন ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনায় দক্ষতা অর্জন, সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে নিরস্ত্র সহযোগিতা এবং এনইউজি ও বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংলাপ আয়োজন তাদের অবস্থান সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাদের সহায়তা অব্যাহত রাখতে হবে।যে সব দেশ মিয়ানমারকে অস্ত্র ও অন্যান্য সহায়তা দিয়ে চলমান সংঘাত কে দীর্ঘায়িত করে দমন পীড়নে সহায়তা করছে তাদেরকে নিজ অবস্থান থেকে সরে এসে নির্বাচনের প্রতিশ্রুতি পুরনে সহায়তা করতে হবে।বিরোধীদের মধ্যে জাতিগত সহিংসতা বন্ধ করে ঐক্যবদ্ধ হওয়ার যে প্রবনতা রয়েছে তা চালিয়ে যেতে হবে।

জাতিসংঘ, পশ্চিমা দেশ ও দাতা সংস্থাগুলো বিশ্বাস করে যে মিয়ানমারে শান্তি ও গনতন্ত্র ফিরে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত হবে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ ও মিয়ানমারের শান্তি, উন্নতি, অগ্রগতি ও স্থিতিশীলতা আশা করে। রোহিঙ্গা সমস্যার পাশাপাশি দুদেশের মধ্যকার যোগাযোগ উভয় দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে।

মিয়ানমারে আঞ্চলিক ফোরাম ও দেশগুলো শান্তি ফিরিয়ে আনতে পারলে এই অঞ্চলের সমস্যা সমাধানে আঞ্চলিক সক্ষমতার স্বীকৃতির পাশাপাশি তা হবে অভিপ্রেত এক বিশাল অর্জন।

লেখক : এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এম ফিল, মিয়ানমার ও রোহিঙ্গা বিষয়ক গবেষক।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

একনেক সভায় যে ১০ প্রকল্প অনুমোদন
১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে
সমুদ্রগামী জাহাজের পলাতক নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন মহলের শোক
উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন
বাতিলকৃত প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা
হজ প্যাকেজের বাকি টাকা ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে
বাজুস ফেয়ার-২০২৫ শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি
স্বাস্থ্য উপদেষ্টার সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর সৌজন্য সাক্ষাৎ
জনদুর্ভোগ লাঘবে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে : মুহাম্মদ ফাওজুল কবির খান
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সমন্বয়ে সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়ে অভিমত
একাত্তরের স্বপ্ন ব্যর্থ হয়েছে একটি দলের জন্য : ড. আসিফ
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি
ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
দেশজুড়ে হাড়কাঁপানো শীতে জবুথুবু মানুষ
জুলাইয়ের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা
ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি
ব্র্যাক ব্যাংকের এমডির বক্তব্যে ক্ষুব্ধ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা
‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জনমত জরিপের ফলাফল প্রকাশ
হাসিনার রাজনীতিতে ফেরা ‘খুবই কঠিন’
৩৭ সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ স্থগিত
যানজট মুক্ত সেবা হবে পাতাল রেল
আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা
বেশি এসএমএস পাঠানোয় জিপি-রবি-বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা
here
here
Check out our web-based schools with on how done via the comfort of house | comfort of your
Check out our web-based schools with on how done via the comfort of house | comfort of your
Discover our online schools additional on education done from the comfort of home | achieved of the
Discover our online schools additional on education done from the comfort of home | achieved of the
about.
about.

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

একনেক সভায় যে ১০ প্রকল্প অনুমোদন

১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

সমুদ্রগামী জাহাজের পলাতক নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন মহলের শোক

উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

বাতিলকৃত প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পুনর্বিবেচনা

হজ প্যাকেজের বাকি টাকা ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে

বাজুস ফেয়ার-২০২৫ শুরু হচ্ছে ৬ ফেব্রুয়ারি

স্বাস্থ্য উপদেষ্টার সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর সৌজন্য সাক্ষাৎ

জনদুর্ভোগ লাঘবে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে : মুহাম্মদ ফাওজুল কবির খান

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সমন্বয়ে সম্প্রচার কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়ে অভিমত

একাত্তরের স্বপ্ন ব্যর্থ হয়েছে একটি দলের জন্য : ড. আসিফ

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় কর্মসূচি

ফুলেল শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

দেশজুড়ে হাড়কাঁপানো শীতে জবুথুবু মানুষ

জুলাইয়ের বিপ্লবী কন্যাদের কথা শুনলেন প্রধান উপদেষ্টা

ভারতের জনগণকে উদ্দেশ্য করে বাংলাদেশের ১৪৫ নাগরিকের বিবৃতি

ব্র্যাক ব্যাংকের এমডির বক্তব্যে ক্ষুব্ধ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা

‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জনমত জরিপের ফলাফল প্রকাশ

হাসিনার রাজনীতিতে ফেরা ‘খুবই কঠিন’

৩৭ সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ স্থগিত

যানজট মুক্ত সেবা হবে পাতাল রেল

আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা

বেশি এসএমএস পাঠানোয় জিপি-রবি-বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা

সাবেক কর্মীদের পরিচালিত স্টার্টআপ ডিজিপ্রো সল্যুশনস ও রিকম কনসাল্টিংয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ

“ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রি স্ট্রোক ক্যাম্প”

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার হবে : পররাষ্ট্রমন্ত্রী

গ্রামাঞ্চলে আর্থিক সাক্ষরতা বাড়াচ্ছে ব্র্যাক ব্যাংকের ‘উঠান বৈঠক’

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

ভূমির অবক্ষয় রোধে সমন্বিতভাবে কাজ করছে সরকার : পরিবেশ মন্ত্রী

ছেলেরা খুবই উৎফুল্ল, ড্রেসিং রুমের পরিবেশ ফুরফুরে: শ্রীরাম

টিএমটিই প্রকল্পের অধীনে প্রাথমিক শিক্ষকদের চতুর্থ দলের গ্র্যাজুয়েশন সম্পন্ন

করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

৫৬ জাতের ফল বাগানে আম ও চারা বিক্রি করে কোটিপতি মাসুদ