ডেস্ক রিপোর্ট: গাইবান্ধার সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোস্তাফিজার রহমানের জন্মবার্ষিকীতে মানুষের পিঠের উপর কেক কেটে জন্মদিন পালন করেছে। তার এই জন্মদিন উপলক্ষে ছিল এক ব্যাতিক্রমী আয়োজন যা ইতিহাস হয়ে থাকবে। রোববার রাতে ওসি মোস্তফিজার রহমান তার ফেসবুক আইডিতে এই ব্যাতিক্রমী ছবি পোস্ট করেছেন।
যা বাঙলা প্রতিদিন পাঠকের জন্য তুলে ধরা হলো:
তিনি তার ফেসবুক পেজের মধ্যে যা লিখেছেন, কাউকে না জানিয়ে সবার অজান্তে কেক নিয়ে এসে অনেকটা চমকেই দিলেন প্রিয় মানুষ অফিসার ইনচার্জ মাসুদ রানা।
জীবনে এই প্রথম আমি জন্মদিনে কেক কেটে উদযাপন করলাম। স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা জমা রইল। আমার এই জন্মদিনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ওসি স্যারের কনিষ্ঠা তনয়া প্রিয় আরিশা (মামুনি)। তিনিই মুলত কেক কেটে এই শুভক্ষণের সুচনা করেন।
বিঃদ্রঃ কেকটা কাটা হয় রক্স এর পিঠের উপর।
তিনি অপর এক পোস্টে লিখেছেন,
Back on birthday
——
গাছে গাছে ফুল ফুটুক আর নাই ফুটুক, দুষ্ট কোকিল কূহু সুরে ডাকুক আর নাই ডাকুক, প্রিয়জনদের প্রীতির ছোঁয়ায় জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেয়ে সত্যিই আজ বসন্ত এসেছে। অনেক বন্ধুর রিকুয়েস্টে আজ আমার জন্মদিনে ফেসবুক বিরতির ইতি টানলাম।
সকলের কাছে দোয়া প্রার্থনার দরখাস্ত রইল।
আল্লাহ পাক আমাকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমিন।
(বিঃদ্রঃ ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক নিরীহ ছাত্রের ছবি দেখতে পাচ্ছেন। ভুলেও ভাবেনি সে একদিন পুলিশ অফিসার হবে।)
উল্লেখ্য যে, এরআগে অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) মোস্তফিজা রহমান সাদুল্লাপুর থানার অন্তর্ভুক্ত ধাপেরহাট ফাঁড়ি থানা ইনচার্জ, সাদুল্লাপুর থানার সাব-ইন্সপেক্টর, জেলার পলাশবাড়ী, বোনার পড়াসহ বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেছে।
ফেসবুক থেকে সংগৃহীত
https://www.facebook.com/profile.php?id=100009300615321