মাস্ক বিহীন জনসাধারণকে সচেতনতা করছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম
বরিশাল প্রতিনিধি :
বাকেরগঞ্জে মাস্ক বিহীন জনসাধারণকে জেল ও জরিমানা অভিযান চালাচ্ছেন প্রশাসন।
এ সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন ‘করোনা প্রতিরোধে মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু অনেকেই অবহেলা করে মাস্ক পরিধান না করে এলাকায় ঘোরাঘুরি করছে,যা স্বাস্থ্যবিধির সম্পূর্ণ লঙ্ঘন, যার ফলে নিজেকে ও অন্যদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে তারা। অভিযানে দেখা যায় বিভিন্ন পেশার মানুষ দোকানদার, চাকরিজীবী, ড্রাইভার, যাত্রী, পথচারী এমনকি শিক্ষিত ও সচেতন মানুষ মাস্ক পরিধানে অবহেলা, অবজ্ঞা করছে। যার ফলে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হচ্ছে। মাস্ক পরতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে।