নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : চট্টগ্রামের আর্টিলারি সেন্টার এন্ড স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির কুচকাওয়াজ, নাটোর জেলার কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এ কোর অব ইঞ্জিনিয়ার্স, কোর অব মিলিটারি পুলিশ এর কুচকাওয়াজ, নীলফামারী জেলার সৈয়দপুর সেনানিবাসে ইএমই সেন্টার এন্ড স্কুলে কোর অব ইএমই এর কুচকাওয়াজ এবং গাজীপুর জেলার রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুলে আর্মি অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৩ এর ‘সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠান মঙ্গলবার (১৭-১০-২০২৩) অনুষ্ঠিত হয়।
রেজিমেন্ট অব আর্টিলারির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া, কোর অব ইঞ্জিনিয়ার্স এর কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, কোর অব ইএমই এর কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া এবং আর্মি অর্ডন্যান্স কোরের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডসমূহের মাধ্যমে রেজিমেন্ট অব আর্টিলারি’তে ১০৪১ জন পুরুষ, কোর অব ইঞ্জিনিয়ার্স ও কোর অব মিলিটারি পুলিশে ৯৩৯ জন (পুরুষ ৮৮৮ জন ও মহিলা ৫১ জন), কোর অব ইএমই’তে ৪৯৪ জন (পুরুষ ৪৫৬ জন ও মহিলা ৩৮ জন) এবং আর্মি অর্ডন্যান্স কোরে ২৩৩ জন (পুরুষ ২২২ জন ও মহিলা ১১ জন) বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো।
অনুষ্ঠানসমূহের প্রধান অতিথিগণ বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ¦ল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযুগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহবান জানান। সেইসাথে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানসমূহে বাংলাদেশ সেনাবাহিনীর ঊধর্¡তন সেনা কর্মকর্তাগণ ছাড়াও অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।