গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের আনুুষ্ঠানিক কার্যক্রম’ শুরু হয়ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফন্স সপ্তাহ উপলক্ষে বৃহস্পতবিার সকালে নতুন এই ফায়ার সার্ভিস ষ্টেশন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতথিরি বক্তব্য দেন গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকটে উম্মে কুলসুম স্মৃতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবী নেওয়াজ। এসময় অন্যান্যরে মধ্যে বক্তব্য দেন জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এনামুল হক ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার।