নিজস্ব প্রতিবেদক : ঐতিহ্যে প্রাচীন, সেবায় অগ্রগামী এই শ্লোগান সামনে রেখে সেবা বাস্তবায়নের লক্ষই-এর মুল লক্ষ শ্লোগানে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে স্মার্ট ডেলিভারি সেন্টার উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) ঢাকা জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান নাগরিক সেবা নিশ্চিতকরণের লক্ষে আনুষ্ঠানিকভাবে সেবা সেন্টারের উদ্বোধন করেন।
ঢাকা জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট ভূমি সেবা গড়ে তোলার স্বপ্ন পূরণে সক্রিয় অংশীদার হতে এবং সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আজ থেকে স্মার্ট ডেলিভারি সেন্টারের যাত্রা শুরু হলো।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নেজারত ডেপুটি কালেক্টর, রেকর্ডরুম ডেপুটি কালেক্টরসহ অত্র কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ। এ সময় জেলা প্রশাসক মহোদয় জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকাকে নাগরিক সেবার স্মার্ট কেন্দ্র হিসেবে গড়ে তোলায় প্রত্যয় ব্যক্ত করেন।