এ.এইচ.এম সাইফুদ্দিন : শহিদ বুদ্ধিজীবী দিবস এবং অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৫:১৫ মিনিটে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করেছে নটর ডেম কলেজ, ঢাকা।
১৮ হাজার বর্গফুটের বাংলাদেশ মানচিত্র তৈরিতে অংশগ্রহণ করেছেন কলেজের সম্মানিত অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি-সহ কলেজের শিক্ষকবৃন্দ ও সহস্রাধিক ছাত্র ।
সবাই মোমবাতি হাতে স্মরণ করেছে জাতির সূর্যসন্তান শহিদ বুদ্ধিজীবীদের, যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
মোমবাতি যাঁদের হাতে, সেই শিক্ষার্থীরা একেকজন আলোবর্তিকা হয়ে পথ দেখাবে, গড়ে তুলবে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এমনই প্রতীকী তাৎপর্যও রয়েছে এ আয়োজনের।
এমন ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে উপস্থিত সবাই আয়োজক কমিটিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।