নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের লক্ষ্যে ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপে এসব পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় এক ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই তারিখ ৩ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণের তারিখ ২৮ ডিসেম্বর।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আলমগীর বলেন, সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানানো হয়, প্রথম ধাপে ২৫ পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়েছে। সেখানে ১৭ নভেম্বরের মধ্যে বা ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার কথা উল্লেখ করা হয়।
ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভার সংখ্যা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১ পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫ পৌরসভার। এরমধ্যে ১ ও ২ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪টি, ১০ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ৪৬টি এবং ২৮ ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৩৩ পৌরসভায়। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টি মেয়াদ। ইতোমধ্যে ৫ পৌরসভার তফসিল দিয়েছে ইসি। এবার পৌরসভায় মেয়র পদে দলীয় এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে।
শায়েস্তাগঞ্জেও পৌরসভা নির্বাচন: প্রথম ধাপে হবিগঞ্জ জেলার ৬টি পৌরসভার মধ্যে শায়েস্তাগঞ্জেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল এ তফসিল ঘোষণা করেন ইসি’র জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর।
জানা গেছে, ১৯৯৮ সালে শায়েস্তাগঞ্জ পৌরসভার যাত্রা শুরু। এ পৌরসভা গঠন করার পর একটি উপ-নির্বাচন ও ৪টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথম নির্বাচনে আওয়ামী লীগ নেতা আব্দুর রেজ্জাক রাজা মিয়া, দ্বিতীয় নির্বাচনে জাপা নেতা বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব জাহির আহমেদ ময়না মিয়া, উপ ও তৃতীয় পৌর নির্বাচনে বিএনপি নেতা এমএফ আহমেদ অলি, চতুর্থ নির্বাচনে আওয়ামী লীগ নেতা মো. ছালেক মিয়া মেয়র নির্বাচিত হন।
সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ হিসেবে চলতি বছরের ২৮ ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ নিয়ে জেলায় মোট ৬টি পৌরসভা রয়েছে। এর মধ্যে ৫টিতে ভোট হয়ে আসছে। মামলার জন্য আজমিরীগঞ্জ পৌরসভায় নির্বাচন স্থগিত আছে। প্রশাসকের মাধ্যমে চলছে কার্যক্রম।