বাঙলা প্রতিদিন ডেস্ক : আজ মঙ্গলবার (২৩ জানুয়ারী) ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সদস্য এস.এম আনোয়ার হোসেন অপু’র পিতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, ৬৯ এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এস.এম. ইমাম উদ্দিনের ২৫তম মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষ্যে মরহুমের গ্রামের বাড়ী চাঁদপুর মতলব (দঃ) উপজেলাস্থ ২নং নায়ের গাঁও ইউনিয়নের ঘোড়াধারী মিয়াজী বাড়ীতে কবর জিয়ারত, কোরআখানী ও বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম ইমাম উদ্দিন ১৯৭১‘র অগ্নিঝরা দিনগুলিতে ৯নং সেক্টর কমান্ডার মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে আহত হন।
মরহুম তার জীবদ্দশায় মাদ্রাসা, মসজিদ, বেকারত্ব দূরীকরণ, কবরস্থান নির্মানসহ সমাজকল্যাণ মূলক কাজে বিশেষ অবদান রেখে যান। তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদানসহ মুক্তিযোদ্ধা পরিবারের সামগ্রিক মূল্যায়ন ও উন্নয়নে সোচ্চার ছিলেন। তিনি ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তা ছিলেন। তার বড় ছেলে এস.এম মোশাররফ হোসেন মিলন বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব।