নিজস্ব প্রতিবেদক :বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী জাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি।
আজ এক শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে স্বাধীনতা সংগ্রামে আলী যাকেরের অবদান বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে । তিনি আরো বলেন, আলী যাকের ছিলেন বাংলাদেশে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।