# হুমকিতে গম, ভুট্রা ও বাদাম ক্ষেত কৃষক
এম এ মান্নান, লালমনিরহাট : লাললমনিরহাট সদর উপজেলার ধরলার নদীর চরে ফসলি জমিতে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা । ভুক্তভোগী শত শত কৃষক মানববন্ধনে অংশগ্রহন করেন।
আজ দুপুরে উপজেলার কুলাঘাট ইউনিয়নে চর শিবেরকুটি এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকরা ঘণ্টাব্যাপি এ মানববন্ধন করেন।
কৃষকরা বলেন, ধরলা নদীর জেগে ওঠা চরে ভুট্টা, বাদাম, গম, সবজি সহ বিভিন্ন ফসল ফলিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে সুখে শান্তিতে বসবাস করছি। কিন্তু ওই জমিতে বালু-মহাল করায় আমাদের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।
কৃষকরা দাবী করেন আমাদের নামীয় রেকর্ড ভূক্ত সম্পত্তিকে ১নংখাস খতিয়ান দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি মহল।
যাতে করে নদীর প্রবাহ অন্যদিকে বইবে এবং ইতিমধ্যে আমাদের অনেক ফসল, বাদাম, ভুট্রা, গম ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা বালু উত্তোলন বন্ধের দাবি জানচ্ছি। তা না হলে ব্যপক আন্দোলনের হুশিয়ারি দেন কৃষকরা।