বাঙলা প্রতিদিন প্রতিবেদক : জনপ্রিয় সামাজিক সংগঠন “রাইট টক বাংলাদেশ” এর পক্ষ থেকে রাতে শতাধিক পথচারী, রাস্তার পাশে ভাসমান ও রোজাদারদের মাঝে সেহরি উপহার বিতরণ করেছে।
রোববার দিবাগত রাত ২টায় (১ এপ্রিল) ২১ রমজান উপলক্ষে রাজধানীর নাজিমউদ্দীন রোড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই সেহরি সামগ্রী বিতরণ করে রাইট টক বাংলাদেশ এর সদস্যরা।
সেহরি বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল আমিন এম তাওহীদ, সহ-সভাপতি তানবীরুল রিপন, মো. রাসেল, ইবরাহীম, কোষাধ্যক্ষ সাদী আব্দুল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জান্নাতুন মনি,মানবাধিকার সম্পাদক জিহাদ হোসেন বাবু, ক্রীড়া সম্পাদক আরফাত সিদ্দিকী।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাকিবুল হাসানসহ রাইট টক বাংলাদেশ এর সদস্যরা ও থানার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এসময় রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, মানবতার সেবায় সবসময় রাইট টক বাংলাদেশ সকল শ্রেণি পেশার মানুষের পাশে রয়েছে। এই যাত্রা আগামিতেও অব্যাহত থাকবে। শুধু সেহরি বিতরণই নয়, রক্তদানসহ যেসকল মানবিক কাজ রয়েছে সেখানে রাইট টক বাংলাদেশ সংগঠনের অবদান রয়েছে।