বাঙলা প্রতিদিন প্রতিবেদক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতাবিরোধী আল বদর, আল শামসের বংশধর, ছাত্র শিবির এবং বিএনপির প্রেতাত্মা ছাত্রদলের ছেলে-মেয়েরা ও বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ঢুকে তাণ্ডব চালিয়েছে।
মন্ত্রী আজ জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী
সমন্বয় পরিষদের উদ্যোগে কোটা বিরোধী আন্দোলনের নামে বিএনপি-জামাতের ইন্ধনে
নাশকতা, অরাজকতা, হত্যা হিংসাত্মক কর্মকাণ্ড এবং স্বাধীনতাবিরোধী অপশক্তির
বিরুদ্ধে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের ভুল ব্যাখ্যা
দেওয়া হয়েছে। এই মিথ্যাচার করে কোটাবিরোধীরা নিজেদের বলেছেন, রাজাকার! কত
বড় দুঃসাহস! এই স্লোগানের মাধ্যমে নিজের চরিত্র তারা প্রকাশ করেছে।
মন্ত্রী আরো বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে কেউ বাধা দেয়নি।
কিন্তু যখন রাজাকার স্লোগান দিয়ে ভাঙচুর চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে, তখন তার
চূড়ান্ত রূপ আমরা দেখেছি। মির্জা ফখরুল ইন্ধন দিয়েছেন। তাদের লাশ দরকার
ছিল। আর এজন্যই অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। এখন আর বসে থাকার সময়
নেই। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপশক্তিকে প্রতিহত করতে হবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের নামে দেশব্যাপী হত্যা, নাশকতা ও
অগ্নিসংযোগের বিরুদ্ধে ঢাকায় আগামী কাল সমাবেশ করার ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ
বিষয়ক মন্ত্রী। শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে আগামীকাল
বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, এমপি’র
সভাপতিত্বে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী
কমিটির সভাপতি বেনজীর আহমেদ, সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর
বিক্রম, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তফা
জালাল মহিউদ্দিন বক্তৃতা করেন। সম্মেলনে বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত
ছিলেন।