নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাব সেবা সপ্তাহে ৫০০ এতিম শিশুদের মাঝে র্যাব- ১০ এর খাদ্য বিতরণ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ০১ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত র্যাব সেবা সপ্তাহে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব- ১০ নির্ধারিত কর্মসূচির মধ্যে গত ২ জানুয়ারী শনিবার রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নূরিয়া ইসলামীয়া মাদ্রাসায় ৫০০ (পাঁচশত) জন এতিম শিশুদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সকল পদবীর র্যাব সদস্যদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ এবং এতিমদের মাঝে উৎকৃষ্ট মানের খাবার বিতরনের মধ্য দিয়ে সেবা সপ্তাহের দ্বিতীয় দিনের কার্যক্রমের সফলভাবে সমাপ্ত করা হয়েছে।
তাছাড়াও সেবা সপ্তাহে র্যাব সদস্যরা স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা প্রদান করবেন।