নিজস্ব প্রতিবেদক : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেছেন, সময়মতো করোনা প্রনোদনা ঘোষণা কারনেই অর্থনীতির সকল খাত ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।
শিল্প প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন।
গরীব অসহায়দের সহায়তা করা সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, সমাজের বিত্তবানদের ধর্ম-বর্ণ নির্বিশেষে শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন, সমাজের প্রতি দায়িত্ব পালনে সকলকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী তাঁর ব্যক্তিগত পক্ষ হতে মিরপুর-১৩ নম্বরের ৫০০ গরীব ও অসহায় শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোফাজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।