প্রতিনিধি, মানিকগঞ্জ: জুসের সাথে চেতনানাশক দ্রব্য খাইয়ে মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা ১০ বছর যাবৎ ঝুলে থাকা ধর্ষণ মামলায় ধর্ষকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জের আদালত।
জেলার শিবালয়ে জুসের সাথে চেতনানাশক দ্রব্য খাইয়ে মা ও মেয়েকে ধর্ষণের ওই ঘটনায় মোঃ আওলাদ হোসেনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। আজ মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৭ জুন রাতে জেলার শিবালয় উপজেলার উত্তর খানপুর গ্রামে দিনমজুর স্বামীর অনুপস্থিতে তার স্ত্রী ও ১৩ বছরের কিশোরী মেয়েকে জুসের সাথে চেতনানাশক দ্রব্য খাইয়ে ধর্ষণ করে একই এলাকার আকালীর ছেলে আওলাদ হোসেন। পরে স্থানীয় লোকজন নির্যাতনের শিকার মা-মেয়েকে হাসপাতালে ভর্তি করেন।
নির্যাতনের শিকার ওই গৃহবধূর স্বামী জুলাই মাসের দুই তারিখে আদালতে মামলা করেন।পরে ২৯ সেপ্টেম্বর শিবালয় থানা পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।
পরে আদালত ১০ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার আওলাদ হোসেনকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। তবে, ধর্ষণ মামলার আসামি আওলাদ পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি একেএম নুরুল হুদা রুবেল। আসামিপক্ষের আইনজীবী ছিলেন ফারুক হোসেন।