নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় র্যাবের অভিযানে ২ লক্ষ ৯০ হাজার জাল টাকাসহ ২ জন জালনোট বিক্রেতা গ্রেপ্তার।
প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ।
এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।
এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত ১১ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২ লক্ষ ৯০ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ জাল টাকা সরবারহকারী চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে খোকন মিয়া (৪৮) ও মৌসুমী আক্তার (২৯), ঢাকা বলে জানা যায়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জালটাকা ক্রয়-বিক্রয় চক্রের সাথে জড়িত। তারা দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সরবারহ আসছিল বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে।