কলকাতা থেকে মনোয়ার ইমাম: পাপকে ধুয়ে দিতে গরুর লেজ ধরে বৈতরণী পার। এমন একটি দৃশ্যে দেখা যায় পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর কপিল মনি র আশ্রয় এ তীর্থ স্থান করতে আসা এক ভক্তের।তার দাবি সনাতন ধর্ম অবলম্বন এই গরুর লেজ ধরে যদি মা গঙ্গায় নামা যায় তাহলে তার জীবনের সব পাপ মুক্ত হয়ে পূর্ণ লাভ করবে তার শরীর। এমন চিন্তা ও শুভ ভাবনা থেকে নিজে এক সাধুবাবা কাছে গিয়ে বৈতরণী পার হওয়ার ইচ্ছা পোষণ করেন। এমন দৃশ্য দেখা গেল গঙ্গা সাগর কুম্ভমেলায়।