সংবাদদাতা, বাকেরগঞ্জ: বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা মোঃ ওয়াহেদ খন্দকার টিটু।
তিনি রবিবার দিনব্যাপী কলসকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে তিন হাজার শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
কলসকাঠী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলসকাঠী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তালুকদার, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর কবির জিয়া, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুস সত্তার হাওলাদার, কলসকাঠী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হেলাল গাজী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান প্রমূখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা মোঃ ওয়াহেদ খন্দকার টিটু বলেন, তিনি সব সময় কলসকাঠী ইউনিয়নের মানুষের বিপদে আপদে তাদের পাশে ছিলেন। যতদিন বেঁচে থাকবেন, আজীবন মানুষের সেবা করে যাবেন।
জনগন চাইলে তিনি আগামী কলসকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন।