সিনিয়র স্টার্ফ রিপোর্টার:
এবার ঢাকা আর্ন্তজাতিক বাণিজ্য মেলা নাও হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে। করোনার কারণে আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২১ পিছিয়ে ১৭ মার্চ নির্ধারণ করা হলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছাড়পত্র পায়নি। এজন্য আপাতত বাণিজ্য মেলা স্থগিত থাকছে বলে তথ্য নিশ্চিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্ট সূত্র মতে, আজ বুধবার বাণিজ্য মেলার বিষয়ে সিন্ধান্ত জানা যাবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর একাধিক দায়িত্বশীল কর্মকর্তা মঙ্গলবার (১৯ জানুয়ারী) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার অনুমোদন দেননি। তাই মেলা হচ্ছে না।
আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২১ এর বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন বলেন, বুধবার বাণিজ্য মেলার হবে কিনা সেটি পরিষ্কারভাবে বলা যাবে।
এরআগে সোমবার (১৮ জানুয়ারি) জাতীয় দৈনিকে মেলার প্যাভিলিয়ন/রেস্টুরেন্ট/স্টলের স্পেস বরাদ্দের জন্য দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তিও দেয় রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। তবে মঙ্গলবার একাধিক সূত্র জানিয়েছে, এবার বাণিজ্য মেলা হচ্ছে না। বুধবার (২০ জানুয়ারি) এব্যাপারে সব ক্লিয়ার হবে বলেও জানায় সূত্রটি।
উল্লেখ্য, ২৫ বছরে ধরে রাজধানীর আগারগাঁওয়ে অস্থায়ী জায়গায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর জানুয়ারির ১ তারিখ প্রধানমন্ত্রী এ মেলা উদ্বোধন করেন। এবার করোনার কারণে সেটা পিছিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ১৭ মার্চকে কেন্দ্র করে মাসব্যাপী এ মেলা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসার কথা ছিল এই মেলা।