ভারত থেকে মনোয়ার ইমাম:
কাল কৃষক বিরোধী বিলের বিরোধিতায় রাস্তায় পাওয়ার ও ঠাকরে এক সাথে পা মেলাবেন। আগামীকাল মরারাষ্ট্রের কৃষক বিরোধী বিলের বিরোধিতায় রাস্তায় নামছে এন সি পি নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শারদ পাওয়ার এবং মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী ও শিবসেনা নেতা উদ্ভব ঠাকরে ও ভারতের জাতীয় কংগ্রেস নেতা মানিক রাও ঠাকরেসহ বামফ্রন্ট এর নেতা ও কর্মীরা। আজ মহারাষ্ট্রে নাসিক জেলায় অবস্থান শুরু করেছে। এই মিছিল এ প্রায় পাঁচ হাজার কৃষক শ্রমিক জনতা পায়ে হেঁটে তারা মহারাষ্ট্রে রাজ্যপাল কাছে যাবেন এবং কৃষক শ্রমিক জনতা হয়ে স্বারক লিপি প্রদান করবেন রাজ্যপালের কাছে।
তাদের সমর্থন পা মেলাতে আগামী কাল হাজির থাকবেন মহারাষ্ট্রে র সাবেক মুখ্যমন্ত্রী ও এন সি পি নেতা শারদ পাওয়ার ও বর্তমান মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ভাব ঠাকুর ও কংগ্রেসের নেতা মানিক রাও ঠাকরে সহ বামফ্রন্ট নেতা।
তাদের দীর্ঘ দিনের ন্যায় সঙ্গত দাবি তুলে ধরবেন এবং অবিলম্বে ভারত থেকে কৃষক শ্রমিক বিরোধী বিল প্রত্যাহার করতে আবেদন জানাবেন।এর আগে শিবসেনা ও এন সি পি এবং ভারতের জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট সহ ২৩টি দল দিল্লিতে অবস্থানরত কৃষক শ্রমিক জনতা র সমর্থন এ মিছিল বের করে এবং তাদের দাবি কে ভারত এর রাস্ট্রপতি কাছে পেশ করেন। আগামীকাল মহারাষ্ট্রে রাজ্যপাল কাছে একই আবেদন নিয়ে যাচ্ছেন কৃষক শ্রমিক জনতা।