কলকাতা থেকে মনোয়ার ইমাম: ভারত ও বাংলাদেশের সীমান্ত এ চলছে অবৈধ গরু পাচার।আজ ভারতের প্রজাতন্ত্র দিবস। ঠিক সেই সময় ভারতের রামপুরহাট কাছে বাংলাদেশের সীমান্ত দিয়ে অবৈধ ভাবে গরু পাচারের অভিযোগ।
কিছু দিন আগে ভারত এর জাতীয় গোয়েন্দা সংস্থা সি বি আই হাতে ধরা পড়েছিল ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর কমান্ডার এ, কুমার। এবং ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক গরু পাচার কারি এনামুল হক। তাদের জ্ঞিগাসাবাদ করে জানা যায় এই গরু পাচার কান্ডে আরো অনেক কে যুক্ত আছে।
সি বি আই ও ইডি র তদন্ত কারি অফিসারা সম্পূর্ণ ভাবে তদন্ত করে দেখতে চাইছেন কারা কারা যুক্ত আছে এই গরু পাচার কান্ডে।
সম্পত্তি একটি ইঙ্গিত পাওয়া যায় যে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত গেদে ও বনগাঁ এবং কোলাবরা আন্তর্জাতিক সীমান্ত কাছ ঘেঁষে চলছে গরু পাচার।
এ গরুগুলো আসছে ভারতের ঝাড়খণ্ড ও উড়িষ্যার সীমান্ত বত্তী এলাকা থেকে। সেই সঙ্গে পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে সোজা চলে আসে সীমান্ত এলাকায়। এবং ওখান থেকে টাকার বিনিময়ে হাত বদল হয়ে চলে যায় বাংলাদেশে।
সেই পাচার কান্ডে সঙ্গে যুক্ত থাকে স্হানীয় প্রশাসন ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা এবং রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা ও কিছু গোয়েন্দা সংস্থা। তবে আগের মতো তেমন একটা গরু পাচার হচ্ছে না। কিন্তু থেমে নেই গরু পাচার।