বাহিরের দেশ ডেস্ক: ব্রিটেনে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকেরা অন্যদের তুলনায় কম ভ্যাকসিন পাচ্ছেন। সংখ্যাটা কৃষ্ণাঙ্গ নাগরিকদের থেকেও কম। যুক্তরাজ্যের এনএইচএস-এর ডেটা বিশ্লেষণ করে দেশটির ট্যাবলয়েড পত্রিকা দ্য সান জানিয়েছে, ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে জাতিগত পার্থক্য প্রকট।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ জানুয়ারি পর্যন্ত ভারতীয়দের মধ্যে ১০ শতাংশ মানুষ ব্রিটেনে ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন বা নিয়েছেন। সংখ্যায় তারা ১ লাখ ৪৬ হাজার ৭৫ জন। শ্বেতাঙ্গদের মধ্যে ভ্যাকসিন পেয়েছেন বা নিয়েছেন ৯ শতাংশ, সংখ্যায় ৪৭ লাখ ৩৮ হাজার ১৩৭ জন।
বিপরীতে বাংলাদেশি প্রবাসীদের মাত্র তিন শতাংশ ভ্যাকসিন পেয়েছেন। পাকিস্তানি এবং আফ্রিকান কৃষ্ণাঙ্গরা চার শতাংশ করে। এনএইচএস থেকে এখন পর্যন্ত ৫৭ লাখ ৯২ হাজার ১৫৯ জনকে ভ্যাকসিন দেয়া হয়েছে।
টিকাদান কর্মসূচি শুরু হওয়ার আগে থেকে বিভিন্ন জরিপে বাংলাদেশি, কৃষ্ণাঙ্গদের ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে এমন পরিণতির আভাস দেয়া হচ্ছিল। কৃষ্ণাঙ্গরা এমনিতে ভ্যাকসিন সেইভাবে নিতে না চাইলেও প্রবাসী বাংলাদেশিদের এমন প্রবণতা কম হওয়ার কথা।
তাই ভ্যাকসিন পাওয়ার অথবা নেয়ার ক্ষেত্রে বাংলাদেশিদের এত পিছিয়ে থাকার বিষয়টি বিস্ময়ের। ব্রিটেনের একজন স্বাস্থ্য কর্মকর্তা দ্য সানের কাছে দাবি করেন, ‘আমরা স্থানীয় কর্তৃপক্ষকে সাহায্য করে যাচ্ছি, যাতে সব বর্ণের, সব জাতিগোষ্ঠীর মানুষ ভ্যাকসিন পান।’ দ্য সান বলছে, যুক্তরাজ্যে ৮০ বছরের বেশি বয়সীদের ৮০ শতাংশই ইতিমধ্যে ভ্যাকসিন পেয়েছেন।