নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সামনের ফুটপাতে অবৈধভাবে স্থাপিত অস্থায়ী দোকানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে ডিএসসিসি। অভিযানকালে অবৈধভাবে ফুটপাত দখল এবং সরকারি কাজে বাধা দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও নিষিদ্ধ হওয়ার পরেও নগর ভবনের সামনে অবৈধভাবে লেগুনা পার্ক করায় একজনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
আজ (সোমবার) সন্ধ্যায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।
আদালত দন্ডবিধির ১৮৬ ধারা মোতাবেক মোঃ কবির শেখকে ১৪ দিন, মোঃ পন্ডিত আলী হাওলাদারকে ১৫ দিন, মোঃ সোহেলকে ১০ দিন, টুটুল দাশকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে এবং স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ধারা ৯২ এর উপ-ধারা ৭ মোতাবেক অর্থদন্ড প্রদান করে।
এ সময় আদালত অবৈধভাবে স্থাপিত অস্থায়ী ১২টি দোকান উচ্ছেদ করে এবং উচ্ছেদকৃত মালামাল স্পট নিলামের মাধ্যমে নগদ ৫০ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।