প্রথম দিনে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন
বাঙলা প্রতিদিন ডেস্ক: আজ সোমবার করোনা টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে সকাল থেকেই টিকা নিতে আসতে থাকেন অনেকে।
সকাল ৯টা থেকে এ টিকাদান কার্যক্রম শুরু হয়।
তবে, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে দ্বিতীয় দিনের সকালে টিকা গ্রহীতার উপস্থিতি তেমন চোখে পড়েনি। হাসপাতালের কর্মকর্তারা জানান, রবিবার প্রথমদিনে টিকা দেয়ার পর তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কারো মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। টিকা নেয়ায় সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের আগ্রহের কথাও জানান তিনি।
প্রথম দিনে টিকা নিলেন ৩১ হাজার ১৬০ জন:
প্রথম দিনে সারা দেশে করোনার টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। এর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে; পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর।
সারাদেশে ১ হাজার ৫টি হাসপাতালে ২ হাজার ৪শ’ টিম টিকাদান কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। রাজধানীর সরকারি ৫০টি হাসপাতালে দেয়া হচ্ছে করোনার টিকা। ঢাকা উত্তর সিটির ৩০টি ও দক্ষিণ সিটির ১৯টি কেন্দ্রে ৩শ ৪৩টি টিম টিকা প্রয়োগে কাজ করছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা মহানগরীতে ৫ হাজার ৭১ জন এবং দেশের অন্যান্য স্থানে টিকা নিয়েছেন ২৬ হাজার ৮৯ জন।
মহামারি থেকে মুক্তির প্রত্যাশায় প্রথম দিন সারা দেশের বিভিন্ন এলাকায় টিকা নিয়েছেন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যাক্তি। এ তালিকায় ছিলেন প্রধান বিচারপতি, মন্ত্রী, সচিব, শিক্ষক, সম্মুখযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া টিকা নিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিভাগের ৫৫ জন বিচারপতি। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এই কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, টিকা কার্যক্রম চলবে সারা বছর ধরে।
এদিকে, রেজিস্ট্রেশনের জন্য গেল ৪ঠা ফেব্রুয়ারি করোনা টিকা নিতে রেজিস্ট্রেশনের জন্য বানানো অ্যাপটি গুগল প্লে স্টোরে আসার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই যারা করোনার টিকা পেতে অগ্রাধিকারের তালিকায় রয়েছেন এবং অনলাইনে আবেদন করতে পারছেন না তাদের জন্য স্পটে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে, নিবন্ধন করেই টিকা দেয়া যাবে না। নিবন্ধনের পর টিকা নিতে আগ্রহীদের অপেক্ষা করতে হবে এসএমএসের জন্য।
এছাড়া চার সপ্তাহ পর করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৭ ও ২৮শে জানুয়ারি যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।