বাঙলা প্রতিদিন রিপোর্ট: মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সফর করবেন।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এসময় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ বলেন, রোহিঙ্গা ইস্যু ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
রোহিঙ্গা ইস্যুতে আর্ন্তজাতিক আদালতে গাম্বিয়ার মামলায় মালদ্বীপের সমর্থন রয়েছে। বৈঠকের পর দুদেশের ফরেন সার্ভিস ও জনশক্তি রপ্তানি ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা স্মারক সই হয়।