আনন্দ ঘর ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রণবীর শোরে। মাইক্রোব্লগিং সাইট টুইটারে নিজেই তথ্যটি জানিয়েছেন এই বলিউড অভিনেতা।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) এক টুইটে তিনি লিখেছেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। মৃদু উপসর্গ আছে। কোয়ারেন্টাইনে আছি।’
রণবীর শোরে ২০০২ সালে ‘এক ছোটিছি লাভ স্টোরি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো— ‘জিসম’, ‘পেয়ার কে সাইড এফেক্ট’, ‘খোসলা কা ঘোসলা’, ‘আজা নাচলে’, ‘মিথ্যা’, ‘সিং ইজ কিং’, ‘সঞ্চিরিয়া’ ইত্যাদি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লুটকেস’।
সম্প্রতি মুক্তি পেয়েছে রণবীর শোরে অভিনীত ওয়েব সিরিজ ‘মেট্রো পার্ক’। যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো একটি গুজরাটি পরিবারকে নিয়ে এর গল্প। এতে আরো অভিনয় করেছেন পূরবী জোশি, পিতোবাস ত্রিপাটি, অমি বৈদ্য, বেগা তিমোটিয়া, সারিতা জোশি প্রমুখ। এটি ইরোস নাও-তে স্ট্রিমিং হচ্ছে।