যশোর প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন।
সোমবার সকাল ১০টায় যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে তিনি কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করেন।
এসময় তিনি বলেন, জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে করোনার টিকা গ্রহন করছে। পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে যে সংশয় ছিল তা ইতোমধ্যে কেটে গেছে। আশা করি সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা খুব শীঘ্রই করোনা মোকাবেলা করতে সক্ষম হবো।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও সাহসী পদক্ষেপের ফলেই অনেক উন্নত দেশের আগেই আমরা করোনার টিকা পেয়েছি।