নিজস্ব প্রতিবেদক: শুরু হয়ে গেল আমাদের স্বাধীনতার মাস। আমাদের এই স্বাধীনতা, এই অর্জন এসেছে শত ত্যাগের বিনিময়ে। প্রতি বছর স্বাধীনতা দিবস পালিত হয় নানা রকম কার্যক্রমের মাধ্যমে। স্বাধীনতার পাশাপাশি মার্চে আছে জাতীয় শিশু দিবসও। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।
তাই, তাদের চোখে স্বাধীনতাটা কেমন, তা দেখতেই কনকর্ড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফ্যান্টাসী কিংডম এর আয়োজন, “আঁকো তোমার চোখে স্বাধীনতা”।
করোনা কালের একঘেয়েমি রেখে, তোমার সৃজনশীলতা দেখিয়ে জিতে নিতে পারো আকর্ষণীয় সব পুরষ্কার। তোমাদের চোখেই আমরা দেখতে চাই আমাদের অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। আঁকো তোমার মনের মতো এবং জিতে নাও আকর্ষনীয় সব পুরষ্কার তোমার পছন্দের ফ্যান্টাসী কিংডম এর আয়োজনে।