বাঙলা প্রতিদিন২৪.কম: বাংলাদেশের জ্বালানি খাতের ক্লিন এনার্জিতে বিনিয়োগ করতে সুইডেন আগ্রহী বলে জানিয়েছেন দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা মন্ত্রী।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ ইচ্ছা প্রকাশ করেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা মন্ত্রী পের ওলসন ফ্রিধ।
সুইডেনের মন্ত্রী বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সরকারের অগ্রাধিকার হল অর্থনৈতিক, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা খাতের উন্নয়নের পাশাপাশি অবকাঠামো উন্নয়ন করা।’
এছাড়া বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর হাতে পিতলের তৈরি বঙ্গবন্ধুর ম্যুরাল তুলে দেন। চীনের রাষ্ট্রদূত তাৎক্ষণিকভাবে ব্যবহারের জন্য বাংলাদেশকে এক লাখ ডোজ করোনার ভ্যাকসিন প্রদানের আগ্রহ প্রকাশ করেন
দুই দেশের প্রতিনিধির সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব কথা জানান।