প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে ইয়বাসহ এক যুবক আটক করেছে।
শনিবার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মানিক বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৮৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মো. সোহেল (২২), উপজেলার পূর্ব চরচেংগা গ্রামের আবুল হাসেমের ছেলে।
হাতিয়ার কোস্টগার্ড বিসিজি স্টেশন অফিসার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা করে জানান, গাপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি আরো জানান, আটকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় দেয়া হবে।