আনন্দ ঘর ডেস্ক : মেঘ যেন আছড়ে পড়েছে জলে। তীরে দোলনায় বসে আছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আরেকটি হাতের সঙ্গে হাত মিলিয়ে এঁকেছেন ভালোবাসার প্রতীক ‘হার্ট’। একটি স্থিরচিত্রে এমন রূপে ধরা দিয়েছেন তিনি।
ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেশ সরব সাদিয়া জাহান প্রভা। তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন—‘আনন্দের কিছু স্মৃতি মনে রাখতে চাই। আপনি যদি তাকে সিলেক্টিভ স্মৃতি বলেন, তবু আমি তার সঙ্গে ভালো আছি।’
প্রভা তার আনন্দের কোন কোন স্মৃতি মনে রাখতে চান সে বিষয়ে অবশ্য কিছু বলেননি। অনেকে মন্তব্য করে প্রভার প্রশংসা করছেন। ছবিটিতে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার রিঅ্যাক্ট পড়েছে।
২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন প্রভা। বেশ কিছু একক নাটকে অভিনয় করে খুব অল্প সময়ে আলোচনায় আসেন তিনি। পর্দার জীবনের পাশাপাশি বাস্তব জীবনে বেশ আলোচিত-সমালোচিত এ অভিনেত্রী।
২০১০ সালের দিকে আপত্তিকর কিছু ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে প্রভার। তা নিয়ে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন তিনি। বর্তমানে নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।