বাঙলা প্রতিদিন ডেস্ক: দেশে বৈশ্বিক করোনাভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারো বাড়ায় মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে আতংক। এদিকে করোনার বিস্তাররোধে সরকার কঠোর হচ্ছে। ইতোমধ্যে সারাদেশে করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরদিকে, বাংলাদেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর ৩০ জনের মধ্যে ৫ জন নারী রয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৭২০ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ২ হাজার ৮শ’ ৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে।
আজ সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন।