জাকির মোল্লা, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীনের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
ওনার বিদায়ী অতিথির কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাদাত মো. সায়েম, সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম সানোয়ার রাসেল, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু, সমকাল জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, শাহজাহান ভূইয়া, আবু হানিফা, আনোয়ার পারভেজ, জুবের আলম কবীর রুপক প্রমুখ।
সর্বশেষে শেষে বদলি জনিত কর্মকর্তা সাঈদা পারভীন কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার তুলে দেন অতিথিবৃন্দ। বর্তমানে কর্মরত অবস্থান করবেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর ঢাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে।