নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারাদেশে করোনা মহামারির এই সংকটময় সময়ে গরিব ও দুস্থ মানুষের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে নৌবাহিনী।
বুধবার (২৮ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রাজধানীর খিলক্ষেতের কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ এলাকার ৪০০ গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মাধ্যে খাদ্য সহায়তা দিয়েছে নৌবাহিনী।
নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকার তত্ত্বাবধানে এসব পরিবারের মধ্যে মানবিক সহায়তা দেওয়া হয়। এছাড়া সারাদেশে মানবিক সহায়তার অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েষ্ট এর তত্ত্বাবধানে বাগেরহাট জেলার দিগরাজ বাজারসংলগ্ন এলাকার ৩০০ গরিব ও দুস্থ পরিবারের মধ্যে অনুরূপ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
করোনা মহামারি পরিস্থিতি মোকাবিলায় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ধারাবাহিকভাবে খাদ্যসহ বিভিন্ন ত্রাণ ও মানবিক সহায়তা বিতরণ করে আসছে।
আইএসপিআর জানায়, করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।