প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নং ওয়ার্ডে অফিস ও বসতবাড়ীর আঙ্গিনা থেকে প্রায় এক কেজি ওজনের ১টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
ওই জমির মালিক নাসিক ৬ নং ওয়ার্ড পুলিশিং কমিটির সদস্য খাজা মাইনুদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ডে খাজা মইনুদ্দিনের মালিকানাধীন চারতলা বাড়ির নিচতলায় বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার সভাপতি আশরাফ উদ্দিনের ব্যবসায়িক অফিস। সোমবার (৩ মে) দুপুরে একদল পুলিশ ব্যবসায়ী আশরাফ উদ্দিনের তথ্যে ভিত্তিতে তার অফিসের পেছনে থেকে ১টি গাঁজার গাছ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই কাজল চন্দ্র মজুমদার বলেন, দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার প্রকাশক আশরাফ উদ্দিনের মাধ্যমে ওই জমিতে গাঁজা গাছ থাকার খবর পান। সেখানে গিয়ে দেখা যায়, অফিসের পেছনে পরিত্যক্ত জমিতে গাঁজা গাছের চাষ করা হয়েছে। এরপর ১টি গাঁজাগাছ উদ্ধার করে তা নদীতে ফেলে দেয়া হয়।
সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মানিক মাস্টার বলেন, সকালে ব্যবসায়ী আশরাফ উদ্দিনের কাছ থেকে ফোন পাই কারা যেন তার অফিসের পেছনে গাঁজা গাছ রোপন করেছে। দুপুরে পুলিশ আসলে তাঁদের সাথে গিয়ে দেখি আসলেই গাছটি একটি তরতাজা গাঁজা গাছ। গাছটি এমন জায়গায় হয়েছে দেখে মনে হয়েছে এটি কারও রোপন করা।