অনলাইন ডেস্ক : পশ্চিম আফ্রিকার ক্ষুদ্র দেশ মালির এক নারী একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। মঙ্গলবার বিশেষ তত্ত্বাবধানে মরক্কোতে সিজারের মাধ্যমে তার সন্তান প্রসব হয়েছে বলে জানিয়েছে এএফপি।
গত মার্চে চিকিৎসকরা জানিয়েছিলেন, হালিমা নামের ২৫ বছরের ওই নারীর গর্ভে একাধিক সন্তান রয়েছে। এই সংবাদ প্রকাশের পর দেশটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সরকারি তত্ত্ববধানে তাকে মরক্কো পাঠানো হয়।
মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্তা সিবি এক বিবৃতিতে বলেছেন, ‘নবজাতক (পাঁচটি মেয়ে শিশু ও তিনটি ছেলে) ও মা ভালো আছেন।’
মরক্কো ও মালিতে আল্ট্রাসাউন্ড পরীক্ষায় সাতটি বাচ্চা প্রসবের আশা করা হয়েছিল। পরে অবশ্য আরও দুই সন্তান প্রসব করেন হালিমা।