বাবলু মল্লিক, কালিয়া: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিযন আওয়ামী যুবলীগের সভাপতি সেলিম সিকদার ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য করিরুল হক (মুক্তি)-এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের মাঝেও আমাদের চলতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে ঈদের মহা খুশী বিপদের কারণ হতে পারে। প্রাণঘাতী করোনা থেকে মুক্তি পেতে আমাদের সবাইকে সচেতন হতেই হবে। নতুন প্রাণের সঞ্চার হোক দিগন্তজুড়ে। স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হোক এবারের ঈদ। দূরে নয় হৃদয়ে সবই এক আপনজন। এ কথা স্মরণ হোক খুশীর প্রতিটি পলকে।
পরিশেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি কালিয়া উপজেলা বাসীকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সে সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন।