প্রতিনিধি, চট্টগ্রাম: জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ জানায়, আজ শনিবার (১৫ মে) দুপুরে শাহজাহান চৌধুরীকে হাটহাজারী থানার একটি মামলায় আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৪ মে) রাতে চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরীকে সাতকানিয়া উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় জামায়াতের এই নেতার ইন্ধন থাকার বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেছে।