নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি-র্যাংগস, সোনারতরী টাওয়ার, ১২ সোনারগাঁও রোড, বাংলামোটর, ঢাকা-এ অবস্থিত নিজস্ব শোরুমে “সনি-র্যাংগস অনলাইন স্টোরের বর্ষপূর্তি ক্যাম্পেইন” ও “ঈদ উৎসব – কুরবানী অফার” এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করলো।
সনি-র্যাংগসএই অনুষ্ঠানের মধ্য দিয়ে সনি-র্যাংগস অনলাইন স্টোরের বর্ষপূর্তি উপলক্ষে আকর্ষণীয় ক্যাম্পেইনের উদ্বোধন করলো র্যাংগস। ৭২ ঘন্টার বিশেষ মূল্য ছাড় -এআগামী ১৯শে জুন পর্যন্ত সনি-র্যাংগস অনলাইন স্টোরে অর্ডার করে বা সরাসরি দেশব্যাপী সনি-র্যাংগস এর শোরুম থেকে ক্রেতারা অর্ধেক দামে পাচ্ছেন এই অফারের সকল ইলেকট্রনিক্স পণ্য।
একই সাথে সনি-র্যাংগস উদ্বোধন করলো “ঈদ উৎসব – কুরবানী অফার”-ক্যাম্পেইন এর। বরাবরের মতোই সেরা মানের ইলেকট্রনিক্স পণ্যের নিশ্চয়তা নিয়ে এবারের ঈদ-উল-আযহা উপলক্ষেক্রেতাসাধারণের জন্য বাজারে নিয়ে এসেছে ২৫টি মডেলের কেলভিনেটর ও র্যাংগস ব্র্যান্ডের নতুন রেফ্রিজারেটর ও ফ্রিজার।সেই সাথে বর্তমান সাইড বাই সাইড, মাল্টিডোর রেফ্রিজারেটর ও নো-ফ্রস্ট ফ্রিজার এর মডেলগুলোও ক্যাম্পেইনের আওতায় থাকছে।
আরো যুক্ত হয়েছে র্যাংগস এলইডি টিভির “ঐ” সিরিজের ৩২” থেকে ৬৫” ইঞ্চি সাইজের নতুন এন্ড্রয়েড এলইডি টিভি।সনি-র্যাংগস অনলাইন স্টোরে অর্ডার করে বা দেশব্যাপী শোরুম থেকে কেলভিনেটর, র্যাংগস ও ইন্ডেসিট ব্র্যান্ডের রেফ্রিজারেটর ও ফ্রিজার; সনি ও র্যাংগস এলইডি টিভি; ওভেন, ওয়াশিং মেশিন ও হোম এপ্লায়েন্সক্রয়ে আকর্ষণীয় ডিসকাউন্ট, পণ্যভেদে ফ্রি গিফট এর পাশাপাশি রেফ্রিজারেটর ও ফ্রিজার ক্রয়ে প্রতি সপ্তাহে ৫০জন এবং মোট ২০০জন ভাগ্যবান বিজয়ী ক্রেতা পাবেন ১টি করে গরু একদম ফ্রি।
“সনি-র্যাংগস অনলাইন স্টোরের বর্ষপূর্তি ক্যাম্পেইন” ও “ঈদ উৎসব – কুরবানী অফার” এর উদ্বোধন করেন র্যাংগস ইলেক্ট্রনিক্স লিঃ -এর ম্যানেজিং ডিরেক্টর জনাব একরাম হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন মার্কেটিং ও সেলস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ৩১শে জুলাই, ২০২১ পর্যন্তএই “ঈদ উৎসব” ক্যাম্পেইন চলবে। তবে অতিরিক্ত ভীড় নিরুৎসাহিত করতে বা কোন প্রকার কারণ দর্শানো ছাড়াই যেকোনো মুহুর্তে সনি-র্যাংগস কর্তৃপক্ষ“ঈদ উৎসব”-এর কার্যক্রম বন্ধ করতে পারবেন।
গত ৩৮ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এর ইলেকট্রনিক্স পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। যাবতীয় স্বাস্থ্যসুরক্ষা মেনেই এই অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।