নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ২০ বছর পর আজ শনিবার হতে যাচ্ছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের প্রথম ভার্চুয়াল সম্মেলন। ৫০১ সদস্যের প্রস্তুতি কমিটি ছাড়াও করা হয়েছে ১৪টি বিভিন্ন উপ-কমিটিও। সম্মেলনে ২৫০ জন কাউন্সিলর ও ২৫০ জন ডেলিগেট রয়েছে। সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে শেষ করতে প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনও করেছে প্রস্তুতি কমিটি।
জানা গেছে, সম্মেলন ঘিরে চলছে ব্যাপক আলোচনা। নগরীর বিভিন্ন স্থানে সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পদের প্রার্থীরা পোস্টার, ব্যানারসহ বিভিন্ন ফেস্টুনও করেছেন। করছেন নানা তদবিরও। পছন্দের নেতাদের রাজনৈতিক পরিচয় থেকে শুরু করে নিজেদের যোগ্যতার বিষয়গুলো তুলে ধরছেন। তবে নেতা নির্বাচনের ক্ষেত্রে যোগ্য, ত্যাগী ও নির্যাতিতরাই মূল্যায়ন হবেন সেই প্রত্যাশা নেতা-কর্মীদের। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান বলেন, নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ভার্চুয়াল সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উদ্বোধন করবেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ।