নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ।
খাদ্যমন্ত্রী এক শোকবার্তায় বলেন,অধ্যাপক আলী আশরাফ এর রাজনৈতিক প্রজ্ঞা ও দেশপ্রেম ছিল অনুকরণীয়। তিনি ছিলেন নিবেদিত প্রাণ রাজনীতিবিদ।
খাদ্যমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।