অনলাইন ডেস্ক : টিকা না নিয়ে অফিসে আসায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন তাদের তিনজন কর্মীকে বরখাস্ত করেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাকসিন নীতি ভঙ্গ করায় কোনো প্রতিষ্ঠানের কর্মীদের বরখাস্ত করার ঘটনা যক্তরাষ্ট্রে এটিই প্রথম।সিএনএনের প্রধান জেফ জুকার বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই তিন কর্মীকে বরখাস্তের খবর জানান। তিনি বলেন, অফিস কিংবা বাইরে যারা যেখানে কাজ করবেন তার প্রতিষ্ঠানের সব কর্মীর জন্যই ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক।
ওয়ার্নার মিডিয়ার সংবাদ ও ক্রীড়া বিভাগের এই চেয়ারম্যান আরও বলেন, ভ্যাকসিন নীতিতে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি।
এদিকে, যুক্তরাষ্ট্র সরকার গত মে মাসে জানিয়েছে- দেশটির কোনো কোম্পানি তাদের কর্মীদের পুনরায় কর্মস্থলে ফেরানোর ক্ষেত্রে চাইলে ভ্যাকসিন নেয়ার বাধ্যবাধকতা আরোপ করতে পারবে।
এছাড়া ফেসবুক এবং গুগলও জানিয়েছে, তারা পুনরায় অফিস খোলার আগে কর্মীদের ভ্যাকসিন নেয়ার বাধ্যবাধকতা জারি করবে।
যুক্তরাষ্ট্রের প্রধান এয়ারলাইনস ডেল্টা ও ইউনাইটেড তাদের নতুন কর্মীদের ভ্যাকসিন সর্টিফিকেটের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও তার ২০ লাখ ফেডারেল চাকরিজীবীদের কর্মস্থলে যোগ দেয়ার ক্ষেত্রে টিকার সনদ দেখাতে বলেছেন। অন্যথায় তাদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা বা মাস্ক পরার নির্দেশ দিয়েছেন।