নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচি গুলো হচ্ছে:-
১৫ আগস্ট:– প্রত্যুষে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুরে, ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে এবং সকল আঞ্চলিক কেন্দ্রে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ। ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত অনুরূপ কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে একক বক্তৃতা অনুষ্ঠান (জুম অ্যাপসের মাধ্যমে) আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উল্লেখ্য, কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার কর্তৃক নির্দেশিত সকল বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অনুসৃত হবে।