মো. বায়েজীদ হোসেন, গাজীপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে গরু এবং নগদ টাকা বিতরণ করা হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাস ভবনে আজ শনিবার (১৪ আগস্ট) সকালে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে গাজীপুর মহানগর আওয়ামী লীগের থানা কমিটি এবং ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কিছু এতিমখানা, প্রতিবন্ধী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে জাতীয় শোক দিবসে তবারক বিতরণের জন্য একটি করে গরু এবং নগদ ৫০ হাজার করে টাকা প্রদান করা হয়।
এ সময় প্রায় শতাধিক গরু ও অর্ধ কোটি টাকা বিতরণ করা হয়। মেয়র অসুস্থ থাকায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং গরু ও টাকা বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলীম উদ্দিন (বুদ্দিন)। এসময় মহানগর আওয়ামীলীগের নেত্রীবৃন্দ এবং সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।