ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ এলাকা হতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে চোরাই মোটরসাইকেলসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব- ১০। গতকাল বুধবার (১৮ আগস্ট) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্রগ্রাম গামী হাইওয়ে শনির আখড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১টি চোরাই মোটরসাইকেলসহ সাইফুল ইসলাম (২৪) নামের ১ জন মোটরসাইকেল চোরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানা যায়।
ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ এলাকা হতে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বেয়ারা বাঘবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৬৮ (আটষট্টি) পুরিয়া হেরোইনসহ ০১ জন মাকদ ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম স্বপন মোল্লা (৪৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১ টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ২,৫০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া একইদিন সকালের দিকে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ২৫ পুরিয়া হেরোইনসহ ১ জন মাকদ ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম কালু মিয়া (৪৭) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ১ টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ১,৮৭০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।