শেখ রাজীব হাসান, টঙ্গী : টঙ্গীতে জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্র ঢাকা মহানগর ফুটবল লীগ ২০১৯/২০ তৃতীয় বিভাগ থেকে প্রতিষ্ঠার দুই বছরের মাথায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ায় কর্মকর্তা, খেলোয়ার, ক্রোস, ম্যানেজারসহ প্রত্যেক খেলায় সাপোর্ট দিতে গাজীপুর টঙ্গী ও গাছা থেকে আগত সকল শুভাকাঙ্খিদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল শুক্রবার রাতে নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা দেয়া হয়েছে।
জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্রের সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির সভাপতিত্বে এবং জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: শহীদ উল্লার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন কুনিয়া শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আকরাম হোসেন সরকার, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন সরকার, মজিবুর রহমান মোড়ল, বিশিষ্ট ক্রীড়াবিদ জাবিদ আহসান সোহেল ক্রীড়া চক্রের কোচ লাবু মিয়া, এবাদত হোসেন সরকার, শহীদ জঙ্গী, হুমায়ুন কবির রুবেল, রিপন হোসেন, কাজী শুভ, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হানিফুর রহমান হানিফ, টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মোল্লা, যুবলীগ নেতা আরিফুর রহমান পলাশ প্রমুখ।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধূলার মান উন্নয়নে সরকার দেশের প্রতিটি জেলায় স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছে। গাজীপুরে বিভিন্ন টুর্ণামেন্টের আয়োজনের মধ্য দিয়ে বাছাই করা খেলোয়ারদের মধ্যে থেকে আন্তর্জাতিক মানের খেলোয়ার তৈরি হবে বলে আমি আশা করি।
আমার ছোট ভাই জাবিদ আহসান সোহেলের নামে এই টুর্ণামেন্টটি প্রতিটি খেলায় খুব ভালো খেলেছে। অনেকেই জানেন এটা আমার টিম। একদিন এই টুর্ণামেন্ট থেকে আন্তর্জাতিক মানের খেলোয়ার তৈরি হবে বলে আমি বিশ^াস করি।