নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
করোনা প্রতিরোধে সরকার নানা উদ্যোগ গ্রহন করেছেন। এদিকে বৈশ্বিক করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার দিন দিন কমছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। আর করোনায় গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮শ’ ১৮ জন। একই সময়ে সুস্থ হয়েছে ৯৬৫ জন। আর এ নিয়ে দেশে করোনামুক্ত হয়েছে ১৫ লক্ষ ১০ হাজার ১৬৭ জন।
মৃত্যুদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্রগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ২ জন রয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।
এনিয়ে দেশে আজকের নতুন ৮১৮ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লক্ষ ৫০ হাজার ৩৭১ জনে। আর মারা যাওয়া আজকের ২৫ জনসহ সরকারী হিসাব মতে মোট মৃত্যুর সংখ্যা হলো ২৭ হাজার ৩৯৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হাড় ৪ দশমিক ৫৯ শতাংশ। নমুনা পরীক্ষায় করোনা শনাক্তে গড় হার ১৬ দশমিক ১৫ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
উল্লেখ্য গত বছরের ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয় বাংলাদেশে। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।