সংবাদদাতা, চুয়াডাঙ্গা: চার যুবককে ধরে টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশের দু’কর্মকর্তা হলেন, ইনচার্জ এসআই রকি মণ্ডল ও এএসআই সাহাজুল ইসলাম।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের নির্দেশে তাদের চুয়াডাঙ্গা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
জানা গেছে, হাসাদহ গ্রামের শাকুব আলীর ছেলে শরিফুল ইসলাম, নুরুল মোল্লার ছেলে সজল, ইউনুসের ছেলে শফি ও চান্দুর ছেলে রানা- এই চার যুবকের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলে আটক করে পুলিশ। হাসাদহ গ্রামের হুগলা কুড়ো বিলের ধার থেকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করে এএসআই সাহাজুল।
হাসাদহ পুলিশ ফাঁড়িতে পরিবারের সঙ্গে আর্থিক লেনদেনের এক পর্যায়ে ২০ হাজার টাকা নিয়ে রাত আনুমানিক ১১ টার দিকে ওই চার যুবকসহ তাদের সঙ্গে থাকা আরও দুইজনকে ছেড়ে দেয়।
অনুসন্ধানে জানা গেছে, আটক চার যুবকের সাথে গাইবান্ধা থেকে আসা সজলের দুই বন্ধু ছিল। তাদেরকেও আটক করে পুলিশ। আটক ৬ জনকে ছেড়ে দেয়ার জন্য এএসআই সাহাজুল সজলের বড় ভাই সাগরের কাছে এক লাখ টাকা দাবি করে। দেন দরবারের এক পর্যায়ে ২০ হাজার টাকায় রফা হয়।
আর্থিক লেনদেনের বিষয়টি এলাকায় জানাজানি হলে এক পর্যায়ে ২০ হাজার টাকা বৃহস্পতিবার রাতে আটকদের বাড়িতে গিয়ে ফেরত দেয়। ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পারায় তাদেরকে শুক্রবার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, হাসাদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রকি মণ্ডল ও এএসআই সাহাজুল ইসলামকে অপেশাদারিত্বের কারণে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।