বাইরের ডেস্ক: বাবার জন্যেই ছেলের এতো ভোগান্তি। একথাই জানালেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা। তার মতে, শাহরুখ খানের কারণেই আরিয়ানের এই দশা। মাদক যোগে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর বলিউডের পরিচিত মুখেরা নিজদের অবস্থান স্পষ্ট করছেন। কেউ ব্যক্তিগতভাবেই যোগাযোগ রাখছেন শাহরুখ খানের সঙ্গে। কেউ আবার সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে সরব হচ্ছেন।
এবার শাহরুখ খানের সমর্থনে এগিয়ে এলেন শত্রুঘ্ন সিনহা। তার মতে, শাহরুখের মতো খ্যাতিমান ব্যক্তির সন্তান বলেই আরিয়ান এমন হেনস্থার শিকার হচ্ছেন। তিনি বলেন, আরিয়ানের বাবা শাহরুখ খান বলেই অন্যদের তুলনায় তাকেই নিশানা করা হয়েছে। তবে বর্ষীয়ান এই অভিনেতার আক্ষেপ, শাহরুখের সহকর্মী, সহ-অভিনেতা এবং পরিচিতরা কেন এগিয়ে আসছেন না। তার মন্তব্য, কেউ এগিয়ে আসছে না। সবাই ভাবছে এটা শাহরুখের সমস্যা। সে বুঝে নিক। ইন্ডাস্ট্রিতে সবাই ভিতু।’